• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৫:৫১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৫:৫২ পিএম

শারদীয় পঙক্তিমালা

দুর্গাস্তুতি ---------

দুর্গাস্তুতি ---------

 

'দুর্গমনাশী' অম্বিকা মাতা চণ্ডীকা দেবী জয়া,

দুঃখনাশিনী বৈষ্ণবী তুমি যোগধারী মহামায়া।

তব তরে মাতা আরজ করিনু ওহে মোর প্রাণোমণি,

শোনো খেদ মোর, পরাণেতে ঘোর অমানিশা কাল-শণি।

কু-রিপু গ্রাসিয়া লহিছে সত্ত্বা হত্যা করিছে বোধে

লিপ্সা, নিন্দা, হিংসার সনে গ্রাস করে কাম, ক্রোধে।

ধরনী ব্যাকুল কাঁদিয়া আকুল পাপাচারী বারে বারে,

প্রতি ক্ষনে ক্ষনে পাপমোহ লয়ে ধর্ষন করে তারে।

অজাত জাতেরে ভাঙিয়া নিত্য কুজাত সৃজিছে হেথা,

প্রতি জাতে সদা সংঘাতে দেয় একে অন্যেরে ব্যথা।

ওহে মা ভবানী, জাগো শিবমণি জাগো কত্যিনী কালী,

, খোল মা তোমার দিব্য নেত্র দাও হেথা আলো ঢালি।

সরল ভূষণ ত্যাগীয়া এসো মা গরল করিতে নাশ,

ত্রিশূল তোমার হানো মা রোধিতে অসুরের উল্লাস।

দেখ মা চাহিয়া মরিছে কাঁদিয়া কত অনাহারি হায়,

প্রতিটি মুখে মা চেয়ে দেখ তব কার্তিক পরিছায়।

কোথা মায়াময়ী পার্বতী-সতী সাড়া দাও আজি মোরে,

সন্তান তব কাঁদিছে কাতর বুকে টেনে লও তারে।

দাও মা তোমার মমতা বারিতে চাতকের তৃষা হরি,

এসো মা মহিনী, দুখ বিনাশিনী চরণে তোমার ধরি।

তোমারে পূঁজিবো, নাই পার্থিব, রিক্ত শূন্য আমি,

অর্ঘ্য চাহো তো- সঁপিনু পরাণ, এই আছে মোর দামি।