• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৭:২৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ০৯:১৩ পিএম

শিল্পকলা একাডেমিতে পার্বত্যমেলা

যেন এক খণ্ড পাহাড়ি জনপদ

যেন এক খণ্ড পাহাড়ি জনপদ
জুমচাষে উৎপাদিত ফুল-ফল-ফসলাদি দিয়ে সাজানো নান্দনিক স্টল

যেন একখণ্ড পাহাড়ি জনপদ সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রান্তর। পাহাড়ি জনগোষ্ঠীর তৈরি নানা পণ্যের সমাহার স্টলে স্টলে। সেই সঙ্গে জুমচাষের মাধ্যমে উৎপাদিত নানা ফসল ও ফলে প্রদর্শন। পার্বত্য এলাকার জনজীবন, সংস্কৃতি, পোশাক-পরিচ্ছেদ, ইতিহাস-ঐতিহ্যকে সমতলের মানুষের কাছে তুলে ধরতে এই পার্বত্য মেলার আয়োজন। চার দিনের মেলায় মিলছে খামি, শাল, ফুলদানি, গামছা, মণিপুরী শাড়ি, ফতুয়াসহ নানা পণ্যের পসরা। রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার নান্দনিক কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন দৈনিক জাগরণ-এর নিজস্ব আলোকচিত্রী কাশেম হারুন

সমতল মানুষের কাছে রয়েছে পাহাড়িদের তৈরিকৃত পণ্য-সামগ্রী বিশেষ কদর

রয়েছে হরেক রকম পণ্য সামগ্রী বিশাল সমাহার

জুমচাষে উৎপাদিত ফসল-ফুল-ফলাদির কদর বলিহারি কম নয় সমতল মানুষের কাছে

জুমচাষে উৎপাদিত পণ্যসামগ্রী

নয়ন জুড়ানো ফুল-ফল-ফসলাদির স্টল

মেলায় ঘুরতে আসা বিভিন্ন বয়সী দর্শনার্থী

পাহাড়িদের হাতের তৈরি ব্যবহার্য বিভিন্ন পণ্য-সামগ্রী

বিনোদন- বায়োস্কোপ দর্শন

মেলায় অংশ নেয়া কয়েকটি পার্বত্য প্রতিষ্ঠানের স্টল

মেলায় অংশ নেয়া কয়েকটি পার্বত্য প্রতিষ্ঠানের স্টল

এসএমএম

আরও পড়ুন