• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০১৯, ০৬:০০ পিএম

সাহিত্য খবর

৬৩ ডিগ্রি সেলসিয়াস বই ও সবুজ বাঁচাও থিম সং উদ্বোধন

৬৩ ডিগ্রি সেলসিয়াস বই ও সবুজ বাঁচাও থিম সং উদ্বোধন

কথাসাহিত্যিক, কলামিস্ট, বন্যপ্রাণী বিশারদ ও পরিবেশবিদ আলম শাইনের লেখা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক গ্রন্থ ‘৬৩ ডিগ্রি সেলসিয়াস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সভায়  বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় ‘সবুজ বাঁচাও’ থিম সং-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন আয়োজিত ‘বায়ুদূষণ রোধে আমাদের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন।

বিশেষ অতিথি: জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সিআইপি, প্রধান আলোচক: কবিরুল বাশার, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবুজ আন্দোলনের মহাসচিব অধ্যাপক এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ পরিচালক এ্যাড. আবু বকর ছিদ্দিক। সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ, প্রমূখ।