• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৬:২২ পিএম

জয়িতা শিল্পীর কাব্যগ্রন্থ ‘রক্তধারায় বঙ্গবন্ধু’ প্রকাশিত

জয়িতা শিল্পীর কাব্যগ্রন্থ ‘রক্তধারায় বঙ্গবন্ধু’ প্রকাশিত
রক্তধারায় বঙ্গবন্ধু এর প্রচ্ছদ

লে খ ক সং বা দ

......

অমর একুশে গ্রন্থমেলায়  প্রকাশিত হয়েছে জয়িতা শিল্পীর কাব্যগ্রন্থ ‘রক্তধারায় বঙ্গবন্ধু’। বইটি প্রকাশ করেছে জোনাকী প্রকাশনী। এটি তার চতুর্থ কাব্যগ্রন্থ।

মুজিববর্ষ উপলক্ষে কাব্যগ্রন্থটি প্রকাশ করা হয়েছে। 

জয়িতা শিল্পী পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত রয়েছেন।

প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও শিল্প ও সাহিত্যের চর্চা করে চলেছেন জয়িতা শিল্পী। লিখছেন গল্প, কবিতা ও প্রবন্ধ। গবেষণা করছেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের নিয়েও।

তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- জলে দাগ কেটে দিও (কাব্যগ্রন্থ), রাজারবাগে প্রজার পুলিশ (প্রবন্ধ ও ছোটগল্প), উড়াল পাখি মন (কাব্যগ্রন্থ), মানুষের কথা (ছোটগল্প), ঘরের মধ্যে ঘর শূন্য (কাব্যগ্রন্থ) ও বঙ্গবন্ধু : একটি দর্শন ও বাংলাদেশ (সঙ্কলন)।

এএইচএস/এসএমএম