• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ১২:৪৫ এএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ০১:০২ এএম

কবি মাসুম খানের নির্বাচিত কবিতা

কবি মাসুম খানের নির্বাচিত কবিতা

কে ডাকবে আর তোরে

করুণা সিন্ধু করুনা বন্ধু করুণা করো মোরে
করোনা থেকে মুক্ত করো তোমার বিশ্ব ভুবনেরে।।
করুণা করো সেবার মানুষে কনুণা করো তাঁরে
ডাক্টার ঘর ফেলে সেবা দিচ্ছে তোর মানুষেরে।।
(কোরাস : জেগেছিস যখন থাক জেগে থাক কিসের এত মরার ভয়রে!)

সমাজ সেবক আজ হয়েছে সেই জন
আমরা যাঁরে ডেকেছি কৃপণ বলে।
দুটি ভাত মুখে তুলে দিতে আজ দেখ 
চেয়ে সেই কৃপণ কেমনে দান করে।।
(কোরাস : জেগেছিস যখন থাক জেগে থাক কিসের এত মরার ভয়রে!)

'নষ্ট' পুলিশ হয়েছে ত্রাতা সৃষ্টি তোমার চেয়ে
খায় না কো ঘুষ মরে আজ তাঁরা সেবা করে।
পথের প্রান্তে মরে পরে যারা থাকে
রাইফেল ফেলে লাশ কাঁধে তুলে ছুটি কবরে।।
(কোরাস : জেগেছিস যখন থাক জেগে থাক কিসের এত মরার ভয়রে!)

বহুদা বিভক্তের নেতারা আজ এসেছে জুটে
মাগে করুণা করো করোনা থেকে দয়াময়।
যে যার কাজে ছুটে চলে করোনা নিরাময়ে
ওহে দয়াময় তুমি দয়া করো দয়া করে।।
(কোরাস : জেগেছিস যখন থাক জেগে থাক কিসের এত মরার ভয়রে!)

সাংবাদিক ভুলেছে ঘর আসে না ঘরে ফিরে
ধান্ধাবাজ যায় না চৌমাথায় থাকে বন্ধি ঘরে।
মঙ্গল করো সবারে তুমি, তুমি অসীম মহিয়ান
বিশ্বে মানুষ না র'লে কে ডাকবে আর তোরে।।
(কোরাস : জেগেছিস যখন থাক জেগে থাক কিসের এত মরার ভয়রে!)

• উৎসর্গ: করোনা মহামারিকালীন দুর্যোগে মানবতার সেবায় নিবেদিত সকল বীর সেনানিদের তরে।

 

কবি: মাসুম খান
ভাষাতাত্ত্বীক ও ইতিহাস গবেষক