• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০২০, ১১:০৯ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০২০, ১১:০৯ এএম

ইউনিসেফ সুপার স্টার বাংলাদেশের খুদে আঁকিয়ে মিতুল

ইউনিসেফ সুপার স্টার বাংলাদেশের খুদে আঁকিয়ে মিতুল
নিজের আঁকা সেই ছবি হাতে ইউনিসেফ সুপার স্টার বাংলাদেশের মিতুল।

চলমান করোনাভাইরাস মহামারির মাঝে বিশ্ব সচেচতনতা ও লকডাউনকালীন সৃজনশীল চর্চায় সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক বিশেষ আয়োজন করে ইউনিসেফ।

সম্প্রতি ইউনিসেফের এই আয়োজনে অংশ নিয়ে 'ইউনিসেফ সুপার স্টার এওয়ার্ড' জিতেছে বাংলাদেশের খুদে আঁকিয়ে মিতুল।

১৭ জুন এক ফেসবুক পোস্টের মাধ্যমে মিতুলের এই উৎসাহমূলক অর্জনের কথা জানান বাংলাদেশের এই খুদে সুপার স্টারের গর্বিত মা মৌটুসী খন্দকার। ইউনিসেফের পক্ষ থেকে এই অর্জনের স্বীকৃতিস্বরূপ পাঠানো সনদপত্রের একটি ছবিসহ এই পোস্ট করেন মিসেস খন্দকার। স্কুল পড়ুয়া শিশু মিতুলের এই অর্জন অন্য শিশুদের মাঝেও সৃজনশীল কিছু করার মানসিকতা সৃষ্টি করবে বলেই তার বিশ্বাস।

শুধু তাই নয়, একজন নৃত্যশিল্পী এবং মডেল হিসেবেও জাতীয় পর্যায়ে সুপরিচিত মুখ, মা মৌটুসী খন্দকারের অনুপ্রেরণাই যে মিতুলের এই অর্জনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছে তা বলাই যায়।

দেশমাতৃকার তরে নিবেদিত একজন সেনা কর্মকর্তা বাবার সন্তান হিসেবেও মিতুলের এই অর্জন গর্ব করার মত। মিতুলের পরিবারের মতই তা সারাদেশের জন্যে গর্বের। মিতুলদের হাত ধরে একটি সৃজনশীল সোনার বাংলা গড়ে ওঠার স্বপ্নের পথে এই প্রাপ্তিগুলোই হয়তো একদিন পাথেয় হবে। দেশের সকল মানুষের পক্ষ থেকে মিতুলের মত মেধাবী এই খুদে তারকাকে অভিনন্দন।