• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০২০, ০৯:৫৫ পিএম

জাগরণের গান

জাগরণের গান
মাসুম খান - জাগরণ গ্রাফিক্স ডেস্ক।

আবার শকুনের ছায়া

  আবার এদেশে মাংস খেকো
   শকুন মেলেছে পাখা।
  রুখতে তাকে বাহির হলো
   শত কোটি জনতা।।
  যে শকুন মোরা রুখে দিলাম
   একাত্তরের মাঠে।
  তাদেরই রক্তে জন্মেছে কাল
   সূর্য পরেছে ঢাকা।।
  হিংস্র ও ঠোঁটে লেগে আছে তার
   তাজা রক্ত-প্রাণ।
  গান নয়, আজ শকুন ঠেকাও
   বলছে জনগণ।।
  হিংস্র জারজ, নষ্ট লিপ্সা তোদের
   বাংলার পথে ঘাটে।
  রুখতে তোদের দ্রোহের ধ্বজা হাতে
   বাহিরে মোর আসা।।

 

মাসুম খান
প্রাচীন ইতিহাস গবেষক, ভাষাতাত্ত্বীক ও সাহিত্যিক।

এসকে