• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১, ২০২০, ১১:৪৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০২০, ১২:০৪ এএম

মারা গেলেন ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত 

মারা গেলেন ‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত 
ছবি: সংগৃহীত

সাহিত্য সাময়িকী ‘কালি ও কলম’-এর সম্পাদক আবুল হাসনাত আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (০১ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত গণমাধ্যমকে জানান, আবুল হাসনাত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

জাগরণ/এমআর