• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ০৫:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০১:৪০ পিএম

আমার কোভিড-আক্রান্ত কবিতাসমূহ

আমার কোভিড-আক্রান্ত কবিতাসমূহ

দাঁতের নিচে কয়েক টুকরো দাঁত ভাঙতে ভাঙতে ফেসবুক চালাই। স্ক্রল করে নিচে যাই, ওপরে উঠি। আমাদের লিফটে লেখা আছে ওপরে উঠতে আল্লাহ আকবর, নিচে নামতে সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলে নিচে নামতে নামতে কবি সাহিত্যিকদের মাহফিল দেখি, নিজেকেই বিনির্মাণ করি। আমার কোভিড-আক্রান্ত কবিতাগুলো ফেসবুকে জমা রাখি।

২.
জলের তলদেশে ফড়িংয়ের সভা বসেছিল। তাকে ঘিরে আমাদের মৃত বন্ধুরা। তারা সবাই ফিরে গেছে। পৃথিবী আলো করে তারা চলে গেছে নিজস্ব শহরে। ভাঙা সূর্য প্রদক্ষিণের কথা আমার আর মনে পড়ে না। বাসের জন্য যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতাম, তা-ও ভুলে গেছি। এখন পথের সামনে লাইন দাঁড়িয়ে আছে রাজস্থানের উটের মতো। তার দীর্ঘ গ্রীবায় সময় জমে জমে পাথর। অমন পাথর দেখলে কেবলই সীতাকুণ্ড পাহাড়ে বাস করতে ইচ্ছে হয়। বাবা আমায় ছোট্ট একটা পাহাড় কেনে দেবে বলেছিল। বাস করতে হলে পাহাড় কিনতে হবে কেন সত্যি বুঝি না আমি! সাগর-নদী-পাহাড় কি কেনা যায় কখনো!
যাই, বলেই তুমি মিলিয়ে গেলে নীল নশ্বরে

৩.
সারা দিন ফেসবুকেই থাকি। সেখানেই জনসভা, মানববন্ধন করি।
পরিবেশবাদী মাহফিলে বক্তৃতা দিই। তোমার নজরে পড়ব বলে ঘন ঘন প্রোফাইল পিক বদলাই।
অথচ ভালোবাসার প্রশ্নে তুমি সু চির মতো নির্বিকার।

৪.
এই সব চিখ্ চিৎকার তুমি কানে নিয়ো না প্রিয়তম!
তার চেয়ে চলো শুনি মিডনাইট সোনাটা। ওই মুভিটা দেখেছিলে! ওই যে চ্যাপলিনের ডগস লাইফ!
আহা! আমাদের কুকুর জীবন!
গলার শেকলটা কোথায় যে বাধা ঠিক বুঝতে পারি না...