• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ০৬:১১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০, ০৬:১১ পিএম

কালো জাদুকর

কালো জাদুকর

সীমানা থেকে ফিরে এসে 
যেসব পাখির পালক গেছে খসে
যাদের পিতা দূর থেকে দেখা যায়, 
ক্রুশে ঝুলে আছে; বিদ্রূপে মাখামাখি।
তাদের আছে বিবশ ক্ষুধার চোখ―

ওই চোখে হাসে হায়েনার কালো জাদু 
খণ্ডিত চাঁদ গোলাপি আকাশদেশে
তার পিঠে চড়ে কারা?
নমন করে আলোকের ঈশ্বরে

স্বর্গ থেকে যদি না নামে জলকর,
মঙ্গায় যদি পিঁপড়ের মতো খিদে, 
আট পায়ে আসে ধীরে শরীরের ’পর― 
তোমার রাজ্যে যে কটা মরালি ছাপ, 
গুনে গুনে রেখো শীত রাতের পাতে।

সীমানা ছাড়িয়ে যারা উড়ে যেতে পারে, 
তাদের নামে শমন জারি হয়,
তাদের পালকে তারকাঁটা জড়িবুটি
তাদের গায়ে লোনা বাতাসের হাসি।