• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩১, ২০২০, ০৯:৩৭ পিএম

২০২০

বাংলা সাহিত্য যাঁদের হারিয়েছে

বাংলা সাহিত্য যাঁদের হারিয়েছে

২০২০ সালে বাংলা সাহিত্য যাঁদের হারিয়েছে তাঁদের একটি তালিকায় আনার প্রয়াস করা হলো।

প্রয়াত সাহিত্যিকদের প্রতি জাগরণ-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশ

১. আনিসুজ্জামান, প্রাবন্ধিক (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ — ১৪ মে ২০২০)

২. আবুল হাসনাত, প্রাবন্ধিক (১৭ জুলাই ১৯৪৫— ১ নভেম্বর ২০২০)

৩. আলম তালুকদার, শিশুসাহিত্যিক (১ জানুয়ারি ১৯৫৬ —  ৮ জুলাই ২০২০)

৪. কামাল লোহানী, প্রাবন্ধিক (২৬ জুন ১৯৩৪ — ২০ জুন ২০২০)

৫. মনজুরে মওলা, প্রাবন্ধিক (১ অক্টোবর ১৯৪০ — ২০ ডিসেম্বর ২০২০)

৬. রাহাত খান, কথাসাহিত্যিক (১৯ ডিসেম্বর ১৯৪০ — ২৮ আগস্ট ২০২০)

৭. সাজ্জাদ কবীর, শিশুসাহিত্যিক (১২ জুন ১৯৬২ — ১০ মে ২০২০)

৮. মকবুলা মনজুর, কথাসাহিত্যিক (১৪ সেপ্টেম্বর ১৯৩৮ —  ৩ জুলাই ২০২০)

 

পশ্চিমবঙ্গ

১. অলোকরঞ্জন দাশগুপ্ত, কবি (৬ অক্টোবর ১৯৩৩ — ১৭ নভেম্বর ২০২০)

২. দেবেশ রায়, কথাসাহিত্যিক (১৭ ডিসেম্বর ১৯৩৬ — ১৪ মে ২০২০)

৩. নিমাই ভট্টাচার্য, কথাসাহিত্যিক (১০ এপ্রিল ১৯৩১ — ২৫ জুন ২০২০)

৪. পার্থপ্রতিম কাঞ্জিলাল, কবি (২৩ ডিসেম্বর ১৯৪৯ — ২৯ সেপ্টেম্বর ২০২০)

৫. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, কবি ও অনুবাদক (২৫ এপ্রিল ১৯৩৮ — ৪ আগস্ট ২০২০)

৬. শম্ভু রক্ষিত, কবি (১৬ আগস্ট ১৯৪৮ — ৩০ মে ২০২০)

৭. সুধীর চক্রবর্তী, প্রাবন্ধিক (১৯ সেপ্টেম্বর ১৯৩৪ — ১৫ ডিসেম্বর ২০২০)

৮. সুব্রত মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক (১৯৫১ — ১৬ মার্চ ২০২০)