• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৮:২০ পিএম

আমার কথা জানে

আমার কথা জানে

আমার কথা জানে ওই গাছের পাতাগুলো
আমার কথা জানে অন্ধ বাউলের একতারা
আমার কথা জানে ধুলিওড়া পথের বাঁক
আমার কথা জানে স্বপ্নেপাওয়া মেয়েটি
আমার কথা জানে নতুন ফ্রকের বালিকাটি
আমার কথা জানে বর্ষার ঝরেপড়া কদম
আমার কথা জানে অমাবস্যার কালো ঘূর্ণি
আমার কথা জানে গ্রামের মেঠোপথের ধূলি
আমার কথা জানে যাকে বলতে চেয়েছি তুমি
আমার কথা জানে তার দেয়া রুমালের ভাঁজ
আমার কথা জানে কৃষকের বিড়ির ধোঁয়া
আমার কথা জানে গোধূলির ভুলে যাওয়া মেঘ
আমার কথা জানে তুমি তোমরা সবাই।