• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৮:৪৫ পিএম

শূন্য 

শূন্য 

সঙ্গোপনে রাখো যুদ্ধ চক্রব্যূহ ভাসে
কান্না কতখানি জানো লোনা পানি হাসে

নুন নাকি বড়ো তীব্র জিভ বোঝে স্বাদ
বুক বলে অন্য কিছু মৃত্যু লিখি হৃদে
সঙ সেজে চাই ধুন সঙ্গ চায় অঙ্গ
তোর গানে বাঁচি বলে ব্যঙ্গ দিস তুলে
আমি বাঁচি ভিক্ষা ঝুলি হাতে প্রাণ রসে

আসি আর চলে যাই মাঝে আছে বহু
শেষ পদে কেউ নায় শূন্য পদে হাঁটি...