• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৫৩ পিএম

বিরহী ফুল

বিরহী ফুল

তুমি দুহাত প্রসারিত করে আকাশের দিকে তাকালে
আকাশ থেকে তারারা তোমার বুকে নেমে এসে
আলপনা এঁকে দেয়।
আমি লোভী হাতে একটা একটা করে তারা খুলে নিয়ে
জমিয়ে রাখি বুকের পকেটে 
ভয় হয়! তারাদের প্রলোভনে জাত ভুলে  
আকাশে উড়াল দাও যদি, 
যদি ফিরে আর না আসো সবুজের তটে
তখন জমানো তারাদের নিয়ে আমিও আলপনায়
তোমারই বুক এঁকে বিরহী বাগান বানাবো
যেখানে ফুটবে সব বিরহিনী ফুল
প্রসারিত রঙ নিয়ে আসবে— বিরহী প্রজাপতি কোনো 
তারারা সেই ফুলে, প্রজাপতি রঙে, আসে যদি ফের
তুমিও আসবে ঠিক তারাদের সাথে, সব কিছু ভুলে— 
আমাকে না চিনে বিরহী ফুল ভেবে
তোমার খোঁপাতে নিবে ঠিক তুলে।