দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

সিলেট প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১, ০৯:০৬ এএম দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে দক্ষিণ সুরমায় দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদপুর ব্রিজের পূর্ব দিকে আব্দুর রহমান পেট্রলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দুটি বাস কেটে হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুটি বাসের ড্রাইভার নিহত হয়েছেন। হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন— সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহন বাসের চালক সিলেটের ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনা পরিবহনের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকার শাহ কামাল (২৭)।

পুলিশ জানায়, হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশ ও এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানায় পুলিশ।