কৃষক লীগ নেতার পেঁয়াজক্ষেতে গাঁজার গাছ

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১, ০৪:৩৫ পিএম কৃষক লীগ নেতার পেঁয়াজক্ষেতে গাঁজার গাছ

রাজশাহীতে একটি পেঁয়াজক্ষেত থেকে ৫৫টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ এপ্রিল) রাতে বাগমারার বাসুপাড়া ইউনিয়ন খুঁজিপুর গ্রাম থেকে গাছগুলো জব্দ করা হয়।

ওই পেঁয়াজক্ষেতের মালিক মাহাবুর রহমান। তিনি বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় মাহাবুর রহমানের ছেলে সাগর আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। মাহাবুর রহমান পলাতক।

জানা গেছে, মাহাবুর রহমানের পেঁয়াজের ক্ষেতে পেঁয়াজের সঙ্গে বেড়ে উঠছিল বেশ কিছু গাছ। গাছগুলো দেখতে গাঁজার গাছের মতো হওয়ায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫৫টি গাঁজার গাছ জব্দ করে।

পুলিশ জানায়, মাহাবুর নিজের পেঁয়াজক্ষেতের ভেতরে গোপনে ৫৫টি গাঁজার গাছ লাগান। তিনি ও তার ছেলে এগুলোর পরিচর্যা করতেন। সোমবার স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে খুঁজিপুর গ্রামে অভিযান চালানো হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, পেঁয়াজক্ষেত থেকে ৫৫টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।