ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৪:৪৭ পিএম ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
ছবি- জাগরণ।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাট উৎসব ক্লাবের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে এঘটনা ঘটে।

নিহত রহিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ দৌলতপুর গ্রামের নুরুল আলমের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সপ্তাহ খানেক আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে আসেন আব্দুর রহিম। সোমবার রাতে নিজ বাড়ি হতে প্রসাধনী কেনার জন্য রহিম মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সে। পথে জুবলি স্কুলের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় রহিম। এতে রাস্তার পাশের একটি লোহার খুটির সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনাস্থলে বৈদ্যুতিক খুঁটিটির ব্যাপারে ফটিকছড়ি জেনাল অফিসের ডেপুটি ম্যানেজার মো: মুহি উদ্দিন জানান দূর্ঘটনা স্থানের বৈদ্যুতিক খুঁটিটি ফটিকছড়ি পল্লী বিদ্যুতের নয়।

তিনি জানান দুর্ঘটনা স্থানের পোলটি রামগড় (পিডিবি, রামগড়, খাগড়াছড়ি) ৩৩ কেভি লাইনের।
 

এসকেএইচ//