দেশে ৬০ ভাগ মানুষের শরীরে মিলেছে অ্যান্টিবডি

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০১:০৭ এএম দেশে ৬০ ভাগ মানুষের শরীরে মিলেছে অ্যান্টিবডি

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর দাপট বিশ্ব এখন পর্যন্ত কম দেখেনি। বাংলাদেশও এই তাণ্ডবের প্রত্যক্ষদর্শী। বেশ কিছুদিন হু হু করে সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখন কিছুটা নিম্নমুখী।

এরই মধ্যে এলো অ্যান্টিবডি তৈরি নিয়ে আরেকটি সুখবর। 

দেশে ৬০ ভাগ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে। টিকা, পরিবেশ ও খাদ্যাভ্যাস সহ বিভিন্ন কারণে বেশিরভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

এমনটা তথ্য জানিয়েছেন র‌্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।

 

তিনি এও জানিয়েছেন, সংক্রমণ কমলেও করোনা একেবারে চলে গেছে তা বলা যাবে না। তাই টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

ফেরদৌসী কাদরী মনে করেন, করোনার প্রকোপ কমে গেলেও এটিই শেষ ঢেউ কিনা নিশ্চিত নয়।

সবার জন্য টিকা নিশ্চিত করার বিকল্প নেই।

জাগরণ/এসএসকে