জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৯:৫৮ পিএম জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন ইতালির রাষ্ট্রদূত লুকা আতানসিও। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। এ হামলায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হন।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে কিভু প্রদেশে এই হামলা হয়। এই অঞ্চলে কয়েক দশক থেকেই বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর বিরোধ চলছে।

কঙ্গোর গোমা অঞ্চলের গভর্নর কার্লি জানজু ক্যাসিভিটা জানান, রাষ্ট্রদূত লুকা আতানসিও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি গাড়িতে করে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের কাছ দিয়ে যাচ্ছিলেন। এসময় ওঁত পেতে থাকা হামলাকারীরা তাদের গাড়িবহর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। 

যদি এই হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে কঙ্গোর সামরিক বাহিনী।