অমিত শাহর পদত্যাগ করা উচিত: মমতা

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৭:৫৮ পিএম অমিত শাহর পদত্যাগ করা উচিত: মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। এদিকে সহিংসতা উস্কে দেয়ার জন্যে তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই এই হামলা চালিয়েছে তার সমর্থকরা।

তবে মমতা দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই সংঘর্ষের সময় গুলি চালিয়েছে কেন্দ্রের নিরাপত্তা বাহিনী। শিলিগুড়িতে সাংবাদিকদের ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “আত্মরক্ষার্থে নয় রাজনৈতিক নির্দেশেই গুলি চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। বিজেপি যে প্ররোচনার অভিযোগ করেছে তার প্রমাণ কোথায়? এত মিডিয়া ছিল সেখানে, কেউ তো কোনও ফুটেজ পেল না।”

তৃণমূল নেত্রী আরও বলেন, বিজেপি যখন কোন নির্বাচনে জিততে পারে না, তখনই তারা সহিংসতা সৃষ্টি করে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানায়, শনিবার (১০ এপ্রিল) ভোটগ্রহণের সময় সহিংসতার কারণে কোচবিহারের শীতলকুচিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। যদিও সহিংসতার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনীর দাবি, ভোটকেন্দ্রে হামলা চালানোয় আত্মরক্ষার্থে গুলি করে তারা।

আরও সংবাদ