টিকা নিয়ে হাহাকার, আবারও লকডাউনে মুম্বাই

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ১০:০৪ পিএম টিকা নিয়ে হাহাকার, আবারও লকডাউনে মুম্বাই

ভারতের সর্বোচ্চ সংক্রমণের অঞ্চলগুলো মধ্যে শুরু থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যার রেকর্ড দেখা গেছে মহারাষ্ট্রে। গত বছর লকডাউনের পর সংক্রমণ কিছুটা কমলেও এবছরের শুরু থেকেই করোনার স্রোত সামলাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরাকার।

মার্চে ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্তের পর থেকেই লকডাউনের প্রস্তুতি নিচ্ছিল মহারাষ্ট্র। এবার টিকা সংকটের মধ্যেই রাজ্যের রাজধানী মুম্বাইতে সাত দিনের লকডাউন জারি হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) থেকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক সভাসহ ক্রিকেট মাঠেও জনগণের উপস্থিতি বন্ধ থাকবে।

এছাড়াও সব রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। একসঙ্গে পাঁচজনের বেশি জনসমাগমের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরেও যেতে পারবেন না মুম্বাইবাসী।

রাজ্যের ১২ কোটির বেশি জনসংখ্যা থাকলেও এ পর্যন্ত টিকা হয়েছে মাত্র ৯ কোটি ৪০ লাখ ডোজ। ফলে সংক্রমণ ঠেকানোর আর কোন উপায় না থাকায় ঘোষণা হলো লকডাউনের।