শীর্ষে ওঠার লড়াইয়ে রিয়াল-বার্সা দ্বৈরথ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৯:৪২ পিএম শীর্ষে ওঠার লড়াইয়ে রিয়াল-বার্সা দ্বৈরথ

মৌসুমের শেষ দিকে পয়েন্ট টেবিল আর মাঠের খেলা- দুটিই জমে ওঠা যেন এল ক্লাসিকোর চিরাচরিত বৈশিষ্ট্য। পয়েন্টি টেবিলের তিন শীর্ষ দল- অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আজ রিয়াল এবং বার্সার লড়াইয়ে জয়ী দল পরের ম্যাচে অ্যাটলেটিকোর জয় সাপেক্ষে সাময়িকভাবে শীর্ষে থাকার স্বাদ পাবে।

শেষ ১৯ ম্যাচ পর্যন্ত হারের মুখ দেখেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের এমন সময় পা ফসকানোর রেকর্ডও খুব একটা নেই। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হওয়ার আগে  বার্সা কোচ রোনাল্ড কোম্যান ক্লাসিকোর শিরোপাকেই চূড়ান্ত জয় বলে ধরে নিচ্ছেন না। আসন্ন টুর্নামেন্টে মানসিকভাবে শক্ত থাকতেই এই জয় চাই তার দলের, এমনটিই বলেছেন তিনি। অবশ্য আগামী ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলেই আবারও শীর্ষে ফিরবে তারা। 

আজ শনিবার মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানোতে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে হারের প্রতিশোধ দ্বিতীয় লেগে নিতে চাইবে বার্সা। অন্যদিকে আগের লেগের পুন্রাবৃত্তি ঘটাতে চাইবে রিয়াল। কারা সফল হয়, সেটি সময়ই বলবে।