শ্রীলঙ্কা সফরের আগেই দ্বিতীয় ডোজের ভ্যাক্সিন 

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ১০:২২ পিএম শ্রীলঙ্কা সফরের আগেই দ্বিতীয় ডোজের ভ্যাক্সিন 

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ টেস্ট দল। কিছুদিন আগেই নিউজিল্যান্ড সফরে যাবার আগে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলো টাইগাররা। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা। 

শুরুতেই দ্বিতীয় ডোজ নেন সাবেক ক্রিকেটার এবং নির্বাচকের তালিকায় সর্বশেষ যোগ দেয়া তারকা শাহরিয়ার নাফিস। এরপর একে একে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সহ অন্যান্য খেলোয়াড় যেমন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদরা দ্বিতীয় ডোজ নিতে এসেছিলেন। অবশ্য সস্ত্রীক টিকা নিতে এসেছিলেন তামিম এবং সৌম্য সরকার। এছাড়া কোচিং স্টাফদেরও টিকা দেয়া হয়েছে। 

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছেই আইসোলেশনে থাকতে হবে বাংলাদেশ দলের সদস্যদের। ২১ সদস্যের দল থেকে প্রস্তুতি ম্যাচের পরেই মূল একাদশ ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই মূল দলে কারা খেলছেন তা জানতে অন্তত ১৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)।