নার্ভাস নাইনটির শিকার মুশফিক

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১১:৫৬ এএম নার্ভাস নাইনটির শিকার মুশফিক
সংগৃহীত ছবি

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৮২ রানে অপরাজিত মুশফিক। দেশবাসী মুখিয়ে ছিলেন সকালেই এবার লিটনের মতো উদযাপন করবেন তিনি। কিন্তু সেটা আর হয়ে উঠলো না। নার্ভাস নাইনটিতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন তিনি। ফাহিম আশরাফের দারুণ একটি বলে কটবিহাইন্ডের শিকার হয়েছেন তিনি।

আউট হওয়ার আগে ২২৫ বল মোকাবিলায় ১১টি চারের সাহায্যে ৯১ রান করেছেন মুশফিকুর রহিম। এর মধ্য দিয়ে দলের ২৭৬ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটলো।

এর আগে দিনের শুরুতেই বিদায় নেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাস। আউট হওয়ার আগে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। পরে ব্যাটিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ব্যাটার ইয়াসির আলি রাব্বি। তবে অভিষেকটা রঙিন হলো না তার। ১৯ বলে মাত্র চার রান করে বিদায় নিয়েছেন।

এই রিপোর্ট লেখার সময় ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এর মধ্যে ২২ রানে অপরাজিত মিরাজ ও সাত রানে তাইজুল। আর দলের মোট রান  সাত উইকেটে ৩০০। 

জাগরণ/এসএসকে