ব্রিটেনের মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীর পদত্যাগের পর এবার পদত্যাগ করেছেন আরও সাত মন্ত্রী। এ নিয়ে একদিনে মোট ৯ মন্ত্রী পদত্যাগ করলেন।
বুধবার (৬ জুলাই) এক পদত্যাগপত্রে একযোগে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জুলিয়া লোপেজ, বাণিজ্যমন্ত্রী লি রাউলি, শিক্ষামন্ত্রী আলেক্স বার্গহার্ট, লেভেলিং আপ মন্ত্রী নীল ও'ব্রায়েন ও স্থানীয় সরকার মন্ত্রী কেমি বাডেনডখ।
এরপর পদত্যাগের ঘোষণা দেন কর্মসংস্থান মন্ত্রী মিমস ডেভিস ও সেফগার্ডিং মন্ত্রী র্যাচেল ম্যাক্লিয়ান। পদত্যাগের পর মিমস ডেভিস বলেন, কনজারভেটিচ পার্টির 'একটি নতুন শুরু দরকার' এবং এছাড়া সামনে আগানর আর কোনো উপায় দেখছেন না তিনি।
এই পদত্যাগের ফলে প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনসারভেটিভ সরকারের সঙ্কট আরো গভীর হলো।
আরও পড়ুন: রাজনৈতিক অস্তিত্বের সংকটে বরিস জনসন
এর আগে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় একে একে পদত্যাগ করেন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এমপি ক্রিস পিঞ্চারকে তার সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জনসন দুঃখ প্রকাশ করার পর এই দুই মন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ান।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.