• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০৯:১০ পিএম

চলতি সপ্তাহে পুরান ঢাকায় ফায়ার স্টেশন স্থাপন

চলতি সপ্তাহে পুরান ঢাকায় ফায়ার স্টেশন স্থাপন

পুরান ঢাকার চকবাজার ও তার আশপাশের কেমিক্যাল মার্কেটের অদূরে  ডিজিটাল ফায়ার স্টেশন স্থাপন করা হবে। পরিবেশসম্মত জায়গা পাওয়া গেলে চলতি সপ্তাহের মধ্যে আরও একটি স্টেশন হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে পুরান ঢাকার আরমানিটোলায় এক অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি কথা দিচ্ছি আগামী চলতি সপ্তাহের মধ্যে (সাত দিনের) এই এলাকায় ফায়ার স্টেশন করা হবে। এছাড়া যদি আমাদের জায়গায় দেওয়া হয় তা হলে আরও ৭-৮টি ফায়ার স্টেশন করে দেব। এজন্য আমরা প্রস্তুত আছি।

পুরান ঢাকার কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সঙ্কট ও সমাধান বিষয়ক সভায় তিনি বলেন, এই এলাকায় আর যেন আগুন ট্র্যাডেজির ঘটনা না ঘটে সেজন্যই আমরা চেষ্টা করছি। অবশ্য এ জন্য স্থানীয়দেরও প্রত্যক্ষ সহযোগিতা দরকার। তাহলে পুরান ঢাকায় আর কোন আগুন ঝুঁকি  থাকবে না।

এইচএম/এসএমএম