• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০১৯, ১১:২৮ পিএম

নরসিংদীতে দুর্বৃত্তের হামলা, আহত ৫

নরসিংদীতে দুর্বৃত্তের হামলা, আহত ৫

 

নরসিংদীর রায়পুরের একটি বাসায় দুর্বৃত্তদের হামলা একই পরিবারের ৫ জন আহত হয়। দুর্বৃত্তরা বাড়ির সদস্যদের মারধর, মালামাল লুটপাটসহ বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ৪ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ২ জন আর এক জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরে রায়পুরের রোচনপুরে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- ইপি (১১), সুইটি (১৩), মুক্তামণি (১৬), খাতুন নেসা (৬৬)।
 
দগ্ধরা জানান, ঘটনাটি সম্পত্তির জের ধরে ঘটেছে। বাড়িতে যখন সবাই ঘুমিয়ে ছিল সেসময় ওই এলাকার রবিন, শীপন, আলামিন, ইমন, কাজলসহ ১০/১২ জন বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর করে। পরে তারা যাওয়ার সময় বোমা নিক্ষেপ করে চলে যায়।

বাড়ির গৃহকর্মী খাতুন নেসা জানান, সম্পত্তির জের ধরেই তারা এ হামলা করেছে। এর আগেও সম্পত্তি নিয়ে তাদের সাথে অনেক বিরোধ হয়েছে। 

এদিকে, বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জন ডাক্তার পার্থ সংকর পাল জানান, নরসিংদীর ঘটনায় দগ্ধ ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরতর।

এইচ এম/টিএফ