• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৮, ০৭:০১ পিএম

তাজরীনে অগ্নিকাণ্ড: মালিকের ফাঁসি দাবি

তাজরীনে অগ্নিকাণ্ড: মালিকের ফাঁসি দাবি
সাভারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন

 

সাভারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি।  

শনিবার (২৪ নভেম্বর) তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৬ বছর উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-  আইবিসি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, মহাসচিব সালাউদ্দিন স্বপন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, মো. তৌহিদুর রহমান, বাবুল আক্তার, নাজমা আক্তার, রুহুল আমিন, নুরুল ইসলাম, সহিদুল্যা বাদল, রাশেদুল আলম রাজু, চায়না রহমান, কবিরুল হাসান, সীমা আক্তার, ফরিদা আক্তার প্রমুখ।   

গিয়াস উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ৬ বছর পার হলেও এর বিচারকাজ এখনো নিরব। ১১২ জন শ্রমিক 'হত্যাকারী' মালিক দেলোয়ার হোসেন আজও মুক্ত বাতাসে গাঁ ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নিরীহ শ্রমিকদের হত্যাকারী এ সকল প্রভাবশালী ব্যক্তিদেরকে আমাদের আইন সমীহর চোখে দেখছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরাও আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

মানববন্ধনে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ  টাকা নির্ধারণসহ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।  

২০১২ সালের ২৪ নভেম্বর  আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১১৭ জন পোশাক  শ্রমিক নিহত হয়।  ভয়ানক এই দুর্ঘটনায় পোশাক কারখানার নয় তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়। সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যাযন ১০১ জন পোশাক শ্রমিক।

আগুন থেকে রেহাই পেতে ভবনের উপর  থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় ১০ জনের।

আনু/ টিএফ/বিএস