• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৯, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০১৯, ০২:০২ এএম

কাফরুলে পোশাক কারখানা ভবনে আগুন

কাফরুলে পোশাক কারখানা ভবনে আগুন
ফাইল ফটো

বাংলা বছরের প্রথমদিনের শেষ বিকেলে রাজধানীর মিরপুর- ১৪ নম্বরে কাফরুলের পুলপাড় তামান্না সিটি পার্ক এভিনিউতে একটি ১০ তলা ভবনে আগুন লেগেছে। ওই ভবনে পোশাক প্রস্তুত কারখানার পাশাপাশি প্রথম তলা, দ্বিতীয় তলায় মার্কেট রয়েছে। আগুন নেভাতে এখন কাজ করছেন দমকল বাহিনীর ১৫ টি ইউনিট। 

আগুন ৬তলা থেকে ছড়িয়ে উপরের ৭তলা পর্যন্ত গ্রাস করে ফেলেছে। আগুনের লাগার ফলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি। এ সময় ভেতরে আটকা পড়ে অনেক লোকজন। তবে আটকে পড়া অধিকাংশ মানুষকে ইতোমধ্যেই উদ্ধার করে নিয়ে এসেছে দমকল কর্মীরা। 

তবে এ রির্পোট লেখা পর্যন্ত, এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি দমকল কর্মীরা। 
   
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, পোশাক কারখানার ১০ তলা ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৫মিনিটে আগুন লাগে। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রওয়ানা হয়। সেখানে এখন ১৫টি ইউনিট কাজ করছে। এখনো নিয়ন্ত্রন সম্ভব হয়নি। ওই ভবনে গার্মেন্টস কারখানা ছাড়াও মার্কেট রয়েছে। উৎসুক জনতার ভীড়ে আগুন নির্বাপন ও উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেছেন দমকল কর্মীরা। 

প্রসঙ্গত, চকবাজারে চুড়িহাট্টা ও বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের পর নগরজুড়ে অগ্নি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই আবারো মিরপুর ১৪ নম্বরের পার্ক সিটি ভবনে আগুন লাগার খবর এলো। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকান্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এইচ এম/এসএইচএস