• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০৮:৫৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০২:৫৯ পিএম

শাহজালালের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার 

শাহজালালের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার 
ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চারটি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। যার ওজন ছিল প্রায় চার কেজি।

রোববার (২১ এপ্রিল) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনার পর থকে চোরাচালানে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

উদ্ধার করা ওই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান ঢাকা কাস্টম হাউসের ওই কর্মকর্তা।

বিএস