• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৮, ০৯:৩৯ এএম

বিএনপির মনোনয়ন পেলেন বেবী নাজনীন

বিএনপির মনোনয়ন পেলেন বেবী নাজনীন

 

ধানের শীষ প্রতীকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে সোমবার (২৬ নভেম্বর) রাতে মনোনয়ন প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেওয়া হয়।

নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেবী নাজনীন এর পাশপাশি যৌথ তালিকায় সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে।  

এদিকে, এখনো এই আসনে আওয়ামী লীগ মনোনয়ন চূড়ান্ত করেনি।  তবে আসনটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরীকদের মধ্যে ভাগাভাগি হওয়ার সম্ভবনা রয়েছে। আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে- সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মোটর শ্রমিক নেতা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিনসহ ইঞ্জিনিয়ার মো. সিকেন্দার আলী, আমিনুল ইসলাম সরকারের নাম।
 
অপরদিকে, এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে- বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ভাগিনা আহসান আদেলুর রহমান আদেলসহ বেশ কয়েকজনের নাম।  

এএস/জেডএস