• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ০৩:১৭ এএম

এবারের ডিসি সম্মেলন পাঁচ দিনের, উদ্বোধন ১৪ জুলাই

এবারের ডিসি সম্মেলন পাঁচ দিনের, উদ্বোধন ১৪ জুলাই

নতুন সরকারের প্রথম বছরের ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন আগামী ১৪ জুলাই (রোববার)। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে পাঁচ দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

গত বছর ডিসি সম্মেলন তিন দিনব্যাপী (২৪ থেকে ২৬ জুলাই) অনুষ্ঠিত হলেও এ বছর সম্মেলন হচ্ছে ৫ দিনের।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বাকি সেশন অনুষ্ঠিত হবে সচিবালয়ে। সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা গ্রহণ করবেন জেলা প্রশাসকরা। আর এটা হবে বঙ্গভবনের দরবার হলে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ডিসি সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিবরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে ডিসি এবং বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিক-নির্দেশনা দিয়ে থাকেন।

পাঁচ দিনের এ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কার্য অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন। অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

এমএএম/এসএমএম