• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৯:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৯:৫২ পিএম

ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের সাক্ষাৎ

ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের সাক্ষাৎ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে বুধবার (১৫ মে) দেশে ফেরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে জোটের নেতারা ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তার সঙ্গে সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের কাজে ওবায়দুল কাদের সম্পূর্ণভাবে নিয়োজিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

এএইচএস/এসএমএম