• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৯:৩৭ পিএম

৫২ উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করবে এসএফএ

৫২ উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে মামলা করবে এসএফএ

নিম্নমানের ৫২ পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (এসএফএ)। আর বিএসটিআই এর মান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই পণ্য বাজারজাত করা যাবে না। 

রোববার (১৯ মে) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অভিযুক্ত প্রতিষ্ঠানের সাথে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে এসিআই, প্রাণ ,ড্যানিশ ও ওয়েল ফুডসহ ঢাকার বাইরের বেশ কিছু কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। নিম্নমানের কারণে ৯টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ৪৩টি পণ্যের লাইসেন্স। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে রাজধানীর বাজার থেকে এসব পণ্য প্রত্যাহার করা হয়েছে। জেলা ও গ্রাম থেকেও সরিয়ে নেয়া হচ্ছে। 

এ বিষয়ে ২৩ মে হাইকোর্টে প্রতিবেদন দেবে বিএসটিআই, ভোক্তা অধিকার অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

এআই/টিএফ