• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ১১:৪১ এএম

দেশে ফিরলেন তিউনিসিয়ায় নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ জন 

দেশে ফিরলেন তিউনিসিয়ায় নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৫ জন 

তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
 
মঙ্গলবার (২১ মে) ভোরে তাদের বহন করা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সকালে বিমানবন্দরে নামার পরই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে ইমিগ্রেশন পুলিশ। সেখানে উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্টের ডেটা অ্যাডমিনিস্ট্রেটর নাজমুল হক জানান, ফেরত আসা ১৫ ব্যক্তি মানব পাচারের শিকার। পাচারকারী চক্রের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিদায় দেয়া হবে। 

গত ৯ মে দিবাগত গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জন অভিবাসীবাহী একটি নৌকা ইতালিতে পাড়ি জমায়। ভূমধ্যসাগরে গিয়ে নৌকাটি ডুবে গেলে প্রায় ৬০ জন অভিবাসী নিহত হন।

সাগরে ডুবে নিহতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে তখন জানায় তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। তবে নিহত ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাকিরা নিখোঁজ। 

গত ১২ মে সকালে সাগর থেকে ভাসমান অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে জারযিজ শহরের তীরে নিয়ে আসেন তিউনিসিয়ার জেলেরা। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, সাগরের ঠাণ্ডা পানিতে ঘণ্টার পর ঘণ্টা ভেসে বেঁচে ফিরলেন তারা।

বিএস