• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৯:৫১ এএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৯:৫২ এএম

ভূমধ্যসাগরে উদ্ধার আরও ১৪ বাংলাদেশি

ভূমধ্যসাগরে উদ্ধার আরও ১৪ বাংলাদেশি


ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে আরও ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড।  এ সময় বিভিন্ন দেশের মোট ২৯০ অভিবাসীকে উদ্ধার করে তারা। 

শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয় বলে প্রকাশ পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে।

লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ২৯০ অভিবাসী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে রাবারের ডিঙ্গি নৌকা থেকে ৮৭ অভিবাসীকে উদ্ধার করা হয়। এছাড়া ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জিলতিন শহরের উপকূল থেকে আরেক অভিযানে দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভূমধ্যসাগরে তিনটি নৌকা ডুবে গেছে বলে লিবিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে জানায় ওয়াশিংটন পোস্ট। এ ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই আরব ও আফ্রিকার দেশগুলোর নাগরিক।

আরআই