• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৪:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৪:৪৮ পিএম

কেনিয়ার উদ্দেশে রাতে ঢাকা ছাড়বেন গণপূর্তমন্ত্রী

কেনিয়ার উদ্দেশে রাতে ঢাকা ছাড়বেন গণপূর্তমন্ত্রী

ইউএন-হ্যাবিটেট এসেম্বলীতে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাতে (২৫ মে) কেনিয়ার রাজধানী নাইরোবীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

উল্লেখ্য,কেনিয়ার রাজধানী নাইরোবীতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলীর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন- গণপূর্ত মন্ত্রী। তিনি অধিবেশনে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা সমস্যার উপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বক্তব্য দেয়ার কথা রয়েছে।

টিএইচ/বিএস