• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৩:৪৮ পিএম

এবারের ঈদে ভোগান্তি কম হবে: কাদের

এবারের ঈদে ভোগান্তি কম হবে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আসন্ন ঈদে বিআরটিসির বহরে নতুন পুরনো মিলিয়ে ১১শ বাস যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন সেতু নির্মিত হওয়ায় এবার ঢাকা থেকে চট্টগ্রাম ও গাজীপুর হয়ে উত্তরবঙ্গে যাওয়ার পথে অন্যবারের তুলনায় যাত্রীদের ভোগান্তি কম হবে।

রোববার (২৬ মে) মতিঝিলে বিআরটিসির সদরদপ্তরে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের এসব কথা জানান।

তিনি বলেন, ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলে দিয়েছি, গাজিপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না। এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পথে একটা স্বস্তিদায়ক যাত্রা যেন নিশ্চিত করতে পারি, সে জন্য এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে।

তিনি জানান, বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের  আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।

জেড এইচ/একেএস

আরও পড়ুন