• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৬:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৬:২৩ পিএম

ইউএনসিএসি সম্মেলনে যোগ দিতে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ

ইউএনসিএসি সম্মেলনে যোগ দিতে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

জাতিসংঘের দুর্নীতি বিরোধ কনভেনশনের (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের সম্মেলনে যোগ দিতে রোববার (২৬ মে) সকালে ঢাকা ত্যাগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সম্মেলনে ইউএনসিএসির রিভিউ সংক্রান্ত বিষয়াদি আলোচনা হবে।

আগামী ২৭-২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং ভিয়েনাস্থ বাংলাদেশ মিশনের প্রতিনিধিবৃন্দ অংশ নেবেন। এতে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ২০০৭ সালে জাতিংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে সমর্থনের মাধ্যমে সদস্যরাষ্ট্র হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউএনসিএসির অধীন যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, তা ইউএনসিএসি ভুক্ত অন্যান্য সদস্যরাষ্ট্র কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরইমধ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে প্রথম রিভিউ সাইকেলে ‘UNCAC-Bangladesh Compliance and Gap Analysis (BCGA)’ সম্পন্ন হয়েছে।

ইউএনসিএসি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১; সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; তথ্য অধিকার আইন, ২০০৯; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২; অপরাধ সম্পর্কিত বিষয়ে পারষ্পরিক সহায়তা আইন, ২০১২ ইত্যাদি প্রণয়ন করেছে। দুর্নীতি প্রতিরোধ, মানিলন্ডারিং এর মাধ্যমে অর্থপাচার রোধ এবং বিদেশ পাচারকৃত অর্থ আইনানুগ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ধার করা ইত্যাদি জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর আওতাভুক্ত।


 টিএইচ/একেএস