• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৮:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৮:২৭ পিএম

 শহরের সব সুবিধা গ্রামের মানুষও পাচ্ছে : স্থানীয় সরকার  সচিব

 শহরের সব সুবিধা গ্রামের মানুষও পাচ্ছে : স্থানীয় সরকার  সচিব


বর্তমান সরকারের সময় শহরের সব সুবিধা গ্রামের মানুষও পাচ্ছে । শহরে রূপান্তরিত হচ্ছে সব গ্রাম । প্রতিটি গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পাকা, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার কারণে অর্থনৈতিক অবস্থা সচল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, দেশে ধান উৎপাদনসহ সবজি বাণিজ্যিকভাবে চাষ করে দেশের অর্থনীতি গতিশীল হয়েছে। আপামর জনসাধারণের নাগরিক সুবিধা নিশ্চিত করে অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে প্রকৌশলীদের কাজ করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে নির্মাণকাজের ঠিকাদার নির্বাচনে এলজিইডির কর্মকর্তাদের আরও যত্নবান হতে হবে।


আজ মঙ্গলবার (১১ জুন) আগারগাঁওস্থ এলজিইডি ভবনে ‘এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ড’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। 

এলজিইডির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন, উপসচিব পর্যায়ের কর্মকর্তারা, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনে এলজিইডিকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। 

সভাপতির বক্তব্য এলজিইডির প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, ‘সারা দেশে প্রায় ১৩ হাজার জনবল নিয়ে দেশের সার্বিক উন্নয়নে এলজিইডি কাজ করে যাচ্ছে। বর্তমানে এলজিইডিতে ১৫২টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজের গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে এলজিইডির প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হচ্ছে এবং এলজিইডি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে।’

পরে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ এলজিইডির সদর দপ্তরের এমআইএস, মিডিয়া সেন্টার, জিআইএস, কোয়ালিটি কন্ট্রোল ও ল্যাবরেটরি এবং ডিজাইন ইউনিট পরিদর্শন করেন।

টিএইচ/ডিজি