• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৫:১৭ পিএম

যুদ্ধাপরাধী মোজাহার আলী শেখ মারা গেছেন 

যুদ্ধাপরাধী মোজাহার আলী শেখ মারা গেছেন 
মোজাহার আলী শেখ - ফাইল ছবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি আসামি মোজাহার আলী শেখ (৭৬) মারা গেছেন। আজ বুধবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

যুদ্ধাপরাধী মোজহার আলী শেখের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ ছিল। তার বাড়ি খুলনা জেলার দাকোপ থানায়। মোজাহার মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগ করতেন। পরবর্তীতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো.বাচ্চু মিয়া বলেন, গত ১৩ জুন মোজাহারকে বার্ধক্যজনিত নানা রোগের কারণে কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বুধবার) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এইচ এম/ এফসি