• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ১০:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ১০:০৩ পিএম

সুপ্রিম কোর্ট বারের রেস্টুরেন্টে পঁচা মুরগি!

সুপ্রিম কোর্ট বারের রেস্টুরেন্টে পঁচা মুরগি!

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের অলিম্পিয়া রেস্টেুরেন্টে বেশ কতগুলো পঁচা মুরগি পাওয়া গেছে। এই ঘটনায় আজ বুধবার (১৯ জুন) আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষুব্ধ আইনজীবীরা অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি দায়ীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

কয়েকজন আইনজীবী আজ বুধবার বিকালে রেস্টুরেন্টের ফ্রিজে আস্ত পঁচা মুরগির সন্ধান পান। এ খবর ছড়িয়ে পড়লে শত শত আইনজীবী রেস্টুরেন্টে চত্বরে এসে ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, আজ দুপুরে একজন আইনজীবী রেস্টেুরেন্টে খেতে বসে খাবারে তেলাপোকা দেখতে পান। বিষয়টি জানাজানি হতে হতে বিকালের দিকে অনেক আইনজীবী জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা কাজী শাসমুল হাসান শুভ, শামীম সরদার, চঞ্চল কুমার সাহা এবং সাধারণত আইনজীবীরা অলিম্পিয়া রেস্টুরেন্টে সার্চ করতে যান। নোংরা কিচেন রুম দেখার পর তারা ফ্রিজ সার্চ করে পঁচা দুর্গন্ধযুক্ত আস্ত মুরগির সন্ধান পান।
 
ঘটনাস্থলে উপস্থিত অনেক আইনজীবী আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ নেতাদের কাছে অলিম্পিয়া রেস্টুরেন্ট বন্ধ করার দাবি জানান। পাশাপাশি দায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানান। তবে বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

এমএ/ এফসি