• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৯:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৯:৪২ পিএম

অনিষ্পন্ন অডিট আপত্তি যাচাই-বাছাইয়ে ৩ সদস্যের কমিটি গঠন

অনিষ্পন্ন অডিট আপত্তি যাচাই-বাছাইয়ে ৩ সদস্যের কমিটি গঠন
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী

অনিষ্পন্ন অডিট আপত্তি অধিকতর যাচাই-বাছাইয়ে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে  সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠকে কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২০ জুন) অনুষ্ঠিত বৈঠক থেকে এ নির্দেশনা দেয়া হয়। 

কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান এবং জাহিদুর রহমান বৈঠকে অংশ নেন। 

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০১০-২০১১ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১১-১২ এ অন্তর্ভূক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ (১-৮) সর্বমোট ৮ টি অডিট আপত্তির নিষ্পত্তিকরণ বিষয়ে আলোচনা হয়। অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অডিট অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/বিএস