• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৩:১৩ পিএম

পদোন্নতির বিষয়ে টিআইবির অভিযোগ সঠিক নয় : মন্ত্রিপরিষদ সচিব 

পদোন্নতির বিষয়ে টিআইবির অভিযোগ সঠিক নয় : মন্ত্রিপরিষদ সচিব 
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম - ছবি : জাগরণ

প্রশাসনে পদোন্নতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে তথ্য প্রকাশ করেছে, তা সঠিক নয়। তাদের অভিযোগ ঢালাওভাবে দেয়া হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

আজ সোমবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গতকাল রোববার (২৩ জুন) টিআইবি এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে- ‘প্রশাসনে পদোন্নতির বিষয়ে এখন মেধার মূল্যায়ন করা হয় না। মেধার চেয়ে রাজনৈতিক বিষয় প্রাধান্য পায় গোয়েন্দা তথ্যে। 

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আমি আসলে টিআইবির রিপোর্ট দেখিনি। তবে আপনারা টিআইবির প্রকাশিত গবেষণার বিষয়ে যে প্রশ্ন করেছেন, তাতে আমার বক্তব্য স্পষ্ট। আমি মনে করি টিআইবির বক্তব্য ঢালাও ও মনগড়া। তাদের গবেষণা সঠিক নয়।

এমএএম/ এফসি