• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৬:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৬:৫৫ পিএম

সংসদে বাজেট আলোচনা

সময় কম হওয়ায় হিমশিম অবস্থা

সময় কম হওয়ায় হিমশিম অবস্থা
সংসদ- ফাইল ছবি

২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার জন্য বুধবার (২৬ জুন) ৭১ জন সংসদ সদস্য আগ্রহ প্রকাশ করেছেন।বিকাল ৩ টায় অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় সংসদ সদস্যগণ, আজ বক্তার সংখ্যা দীর্ঘ। সবাই নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা করবেন। আমার কাছে যে তালিকা আছে তাতে আজ বাজেটের উপর ৭১ জন বক্তব্য রাখবেন।

এরপর সময়ের অভাবে প্রধানমন্ত্রী ও অন্যান্য সংসদ সদস্যদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত উত্থাপন করেন তিনি।

মঙ্গলবার বাজেটর উপর সাধারণ আলোচনার জন্য ৫২ জন বক্তার নাম থাকলেও পরে ২৮ জন বক্তব্য দেয়ার সুযোগ পান। বিকাল তিনটায় অধিবেশন শুরুর পর রাত ১০ টা ৩৫ মিনিটি চলে। 

এর আগে ২০১৮-১৯ অর্থ বাজেটের উপর একদিন ৪২ জনের বক্তব্য দেয়ার রেকর্ড রয়েছে।

গত ১৩ জুন ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শুরু করলেও অসুস্থার কারণে তা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি পাশ হবে ৩০ জুন। প্রস্তাবিত এই বাজেটের উপর বক্তব্য শুরু হয় গত ১৮ জুন। ওই দিন বক্তব্য রাখেন ১০ জন এমপি-মন্ত্রী, ১৯ জুন বক্তব্য রাখেন ১৫ জন, ২০জুন ১৪ জন, ২২ জুন শনিবার বক্তব্য রাখেন ২২ জন, ২৩ জুন বক্তব্য রাখেন ২৬ জন ও ২৪ জুন ১০জন।

গত বছর সম্পূরক বাজেটসহ মোট বাজেটের আলোচনায় ২২৩ জন এমপি অংশ নেন। তারা মোট ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা করেন। অথচ এই বছর গত সোমবার পর্যন্ত ২০১৯-২০ বাজেটের ওপর মোট ১৬৮ জন প্রায় ৩৬ ঘণ্টা বক্তব্য রাখেন।

এছাড়াও আজ, আগামীকাল বৃহস্পতিবার ও শনিবার বাজেট পাসের দিন এর উপর আলোচনা হবে।

জানতে চাইলে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া দৈনিক জাগরণকে বলেন, এবার অবস্থা দেখে মনে হচ্ছে বাজেট বক্তৃতার সব রেকর্ড ভঙ্গ হবে। এবার সবাই বক্তব্য দেয়ার ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু সময় কম হওয়ায় আমরা সংসদ পরিচালনায় হিমসিম খাচ্ছি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেটের উপর গত ২৪ জুন পর্যন্ত মোট ১১২ জন বক্তব্য রাখেন, এর মধ্যে আওয়ামী লীগের ৯১ জন- ২২ ঘণ্টা ৩৭ মিনিট, ওয়াকার্স পার্টির ৪জন ১ ঘণ্টা ৬ মিনিট, জাসদ (ইনু) ২ জন ৩৪ মিনিট, বিকল্পধারা বাংলাদেশের ১ জন ১১ মিনিট, জাতীয় পার্টির ৭জন ২ ঘণ্টা ২৪ মিনিট, বিএনপির ৪জন ৫২ মিনিট, গণফোরামের ২ জন ২৪ মিনিট এবং স্বতন্ত্র সদস্য ১জন ১১ মিনিট বক্তব্য রাখেন।

এইচএস/টিএফ