• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০১৯, ০৫:১৪ পিএম

সংসদে সমবায় প্রতিমন্ত্রী

মিল্কভিটা দুধে আর্সেনিক ও ফরমালিন নেই

মিল্কভিটা দুধে আর্সেনিক ও ফরমালিন নেই

কিছু অসাধু ব্যবসায়ী দুধের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। 

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বপন ভট্টাচার্য্য বলেন, আমাদানিকৃত গুড়া দুধের ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। এটি একটি সময়োপোযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্কভিটার বিরুদ্ধে যে অপপ্রচার ছিল সেটি বন্ধ হবে।

তিনি বলেন, কিছু অসৎ ব্যবসায়ী ঢাকা ইউনিভার্সিটির একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্কভিটাতে আর্সেনিক আছে। এটি একটি সর্বস্ব মিথ্যা। 

প্রতিমন্ত্রী বলেন, গতকাল বিএসটিআই থেকে রিপোর্ট দেখেছি সেখানে কোনও ফরমালিন পাওয়া যায়নি। এরইমধ্যে যত টেস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে মিল্কভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু দুধ। এর বিপরীতে কোনও কিছুই পাওয়া যায়নি।

এইচএস/এসএমএম