• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৯:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০৯:৪৩ পিএম

‘আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে’ 

‘আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে’ 
ইয়াং লিডারস ফেলোশিপ গ্রাজুয়েশন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তিতর্ক, আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পথে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে আয়োজিত ইয়াং লিডারস ফেলোশিপ গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আলোচনা- সমালোচনা, যুক্তি-তর্ক হচ্ছে গণতান্ত্রিক রীতি-নীতির চর্চার মূল বিষয় এবং এটির মাধ্যমে গণতান্ত্রিক চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। সেই সমালোচনা শোনার মানসিকতাও থাকতে হয়। আর আওয়ামী লীগ সরকার সেই মানসিকতা পোষণ করে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী ইয়াং লিডারস ফেলোশিপ গ্রাজুয়েশন কোর্সে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের ৩০ জন তরুণ নেতা অংশ নেন। 

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অভ পার্টি কেটি ক্রোক (Katie Croak), জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আশরাফ-উদ-দৌলা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এমএএম/বিএস