• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ১১:২৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০১:৩৩ পিএম

ডিসি সম্মেলন

ইনকাম ট্যাক্স বাড়াতে নেতৃত্ব চান ডিসিরা

ইনকাম ট্যাক্স বাড়াতে নেতৃত্ব চান ডিসিরা
প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান

ইনকাম ট্যাক্স বাড়াতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে নেতৃত্ব দেয়ার প্রস্তাব করেছেন ডিসিরা। পাশাপাশি তারা ঋণ সহজিকরণ ও ডিসিদের অনুকূলে বরাদ্দ বাড়ানোর জন্য প্রস্তাব করেন।

সোমবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে অংশ নেয়ার পর এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। 

উপদেষ্টা আরো বলেন, জেলা প্রশাসকদের প্রস্তাবগুলো ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এসব বিষয় নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। 

এর আগে সকাল ৯টায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে  ডিসিদের বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাপতিত্ব করেন।

এমএএম /বিএস