• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৪:৩০ পিএম

ঘুষ কেলেঙ্কারি 

ডিআইজি মিজান-এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা 

ডিআইজি মিজান-এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা 
ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা বাছির- ফাইল ছবি

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ডিআইজি মিজান ও সাময়িক বরখাস্ত  দুদকের পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা হয়েছে। 

দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। 

তিনি বলেন, ফরেনসিক পরীক্ষায় ডিআইজি মিজান ও দুদক কর্মকর্তা এনামুল বাছিরের কথোপকথন, পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রমাণাদিতে ঘুষ লেনদেনের বিষয়টি স্পষ্ট হয়েছে। এসবের ভিত্তিতেই কারারুদ্ধ ডিআইজি মিজান ও দুদক পরিচালক এনামুল বাছিরকে আসামি করে মামলা দায়ের করা হয়। 

দুদক সূত্র জানায়, দুদক পরিচালক এনামুল বাছির ঘুষ গ্রহণ করেছেন, এটা অডিও রেকর্ডে প্রমাণ আছে। অন্যদিকে ডিআইজি মিজান নিজেই ঘুষ দেয়ার কথা প্রকাশ্যে বলেছেন। দুদক মনে করছে, এর মাধ্যমে ডিআইজি মিজান নিজের বিরুদ্ধে অভিযোগ নিজেই প্রতিষ্ঠিত করেছেন। দু’জনই ঘুষ লেনদেনে জড়িয়েছেন, যা দণ্ডবিধির ১৬১, ১৬৫(১), ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) (ক্ষমতার অপব্যবহার) ধারায় অজামিন ও শাস্তিযোগ্য অপরাধ। 

এইচএস/বিএস 
 

আরও পড়ুন