• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৭:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৮:২২ পিএম

৭ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক ২০১৮

৭ গুণীজন পাচ্ছেন শিল্পকলা পদক ২০১৮

দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মান ও স্বীকৃতি জানাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই লক্ষ্যে ২০১৮ সাল থেকে শিল্পকলা পদক প্রদানের সময় নির্ধারণ করা হয়েছে। 

‘শিল্পকলা পদক ২০১৮’-এর জন্য ৭ জনকে মনোনীত করা হয়েছে। এ বছর শিল্পকলা পদক ২০১৮ পাচ্ছেন- কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম. হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার ও আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়।

আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৮ প্রদান করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দিবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

এমএএম / এফসি